
সোহরাব হাসান

রাজনৈতিক মহলে যেই প্রশ্নটি ঘুরপাক খাচ্ছে, তা হলো, তারেক রহমান কি শুধু নিরাপত্তা ঝুঁকির কারণেই দেশে আসছেন না? না, এর পেছনে ভূরাজনৈতিক কোনো বিষয় জড়িত আছে?

গবেষণাকারী প্রতিষ্ঠান মানুষের কাছ থেকে কী জবাব বের করতে চান, তার ওপরই জরিপের ফলাফল নির্ভর করে। আইআরআইয়ের আগের জরিপটি মতলবি হলে পরেরটি বিশুদ্ধ হওয়ার কারণ নেই।

জামায়াতে ইসলামীর আমির এক বোমা ফাটিয়েছেন। চট্টগ্রাম প্যারেড মাঠে তিনি সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বলেন, ‘নির্বাচন ও গণভোট একসঙ্গে হলে নির্বাচনের জেনোসাইড হবে।

এক সময়ের মজলুম জনগোষ্ঠীর জালিম হয়ে যাওয়ার বহু উদাহরণ আছে। সাতচল্লিশের আগে ভারতীয় উপমহাদেশে মুসলমানেরা ছিল সংখ্যালঘু মজলুম। দেশ বিভাগের পর পাকিস্তানে সেই মুসলমানেরাই জুলুমবাজ হয়ে ওঠে।

বৃহস্পতিবার রাজনৈতিক দলগুলো যেসব দাবিতে আন্দোলনের কর্মসূচি দিয়েছে, সেসব নিয়ে তারা সরকারের সঙ্গে আলোচনাও অব্যাহত রেখেছে। অনেকে বলেন, সরকারকে চাপে রাখতে এটি করা হয়েছে। এখন বিএনপিসহ অন্যান্য দলও যদি তাদের দাবি নিয়ে একইভাবে রাস্তায় নামে তাহলে পরিস্থিতি কী দাঁড়াবে?